Site icon Jamuna Television

নড়াইলে বন্ধ পর্যটন ও বিনোদন কেন্দ্র; হোম কোয়ারেন্টাইনে ৭২ জন

নড়াইলে পর্যটন ও বিনোদন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে নড়াইলে ৭২ জন হোম কোয়ারেন্টাইন আছেন।

বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এদিকে করোনাভাইরাস প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতার জন্য নড়াইলের সবকটি পর্যটন ও বিনোদন কেন্দ্রসহ সভা-সেমিনার, লোকসমাগম বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার সন্ধ্যায় অতিরিক্ত জেলা প্রশাসক কাজী মাহবুবুর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নড়াইলের সিভিল সার্জন ডাক্তার আব্দুল মোমেন জানান, প্রবাসীদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় হোম কোয়ারেন্টাইনের সংখ্যা এখন ৭২। এর মধ্যে লোহাগড়ায় উপজেলায় ১৪, সদরে ২১ ও কালিয়ায় ৩৭ জন।

Exit mobile version