Site icon Jamuna Television

ভারতে ‘জনতা কারফিউ’ জারি

ভারতে করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে ভারত জুড়ে জনতা কারফিউ জারি করা হয়েছে। রোববার সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত এ কারফিউ বলবৎ থাকার ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ খবর দিয়েছে এনডিটিভি।

করোনাভাইরাস নিয়ে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী মোদি বলেন, রোববার সকাল-সন্ধ্যা জনতা কারফিউ পালন করুন। এদিন কেউ সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত বাড়ি থেকে বের হবেন না। এরপর তিনি সবার প্রতি কারফিউয়ের খবর দেশব্যাপী ছড়িয়ে দেয়ার আহবান জানান।

নরেন্দ্র মোদি সবাইকে সতর্ক করে বলেন, জনতা কারফিউর দিনে কোনো ব্যক্তি তার বাড়ি থেকে বের হবেন না অথবা তারা সামাজিক কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করবেন না। শুধুমাত্র প্রয়োজনীয় কাজে বের হতে পারবেন।

এর আগে তিনি করোনা মোকাবেলায় সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এতে ৬০ বছরের বেশি বয়স্কদের ঘর থেকে না বেরুনোর আহবান জানান তিনি। ভারতে ১৭৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটিতে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৪ জনে দাঁড়িয়েছে।

Exit mobile version