Site icon Jamuna Television

সহকারী পরিচালক রনিকে বিয়ে করলেন পরীমনি

চিত্রনায়িকা পরীমনি সিনেমার সহকারী পরিচালক এবং থিয়েটারকর্মী কামরুজ্জামান রনিকে বিয়ে করেছেন। সাংবাদিকদের তিনি বলেন, হঠাৎ করেই বিয়েটা হয়ে গেছে। এ কারণে কাউকে বলতে পারিনি।

গত ১০ মার্চ রাজধানীর রাজারবাগের একটি কাজী অফিসে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

এর আগে সাংবাদিক তামিম হাসানের সঙ্গে পরীমনির বাগদান হয়েছিল। যদিও বিয়ের আগেই তা ভেঙে যায়।

পরীমনি বলেন, হঠাৎ করেই আমরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। সবকিছু আসলে হঠাৎ করেই হয়ে গেছে। কাউকে জানানোর সুযোগ হয়নি।

এখন ‘অ্যাডভেঞ্জার অব সুন্দরবন’ সিনেমার শুটিংয়ে মোংলাবন্দরের পাশে করমজলে আছি। রনিও এখানে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

উল্লেখ্য, হৃদি হক পরিচালিত ‘১৯৭১: সেই সব দিন’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন কামরুজ্জামান রনি।

ওই সিনেমায় কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করছেন পরীমনি। আর সে সূত্র ধরেই রনির সঙ্গে তার পরিচয় এবং পরে পরিণয়।

সেখান থেকেই মূলত তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। অবশেষে তা বিয়েতে গড়াল।

Exit mobile version