Site icon Jamuna Television

ফেসবুকে অপ্রচারের অভিযোগে মানিকগঞ্জে যুবক গ্রেফতার

মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিসিবি পরিচালক এ এম নাঈমুর রহমান দুর্জয়ের এবং নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়াকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচার করার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

আকাশ সরকার পলাশ (৩০) নামে ওই যুবককে বৃহস্পতিবার দুপুরে শিবালয় উপজেলার টেপড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। আটক যুবক শিবালয় উপজেলার কাল্লোল গ্রামের সুরেশ সরকারের ছেলে। আকাশ শিবালয় উপজেলা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মিজানুর রহমান জানান, সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় ও সমালোচিত যুব মহিলা লীগের বহিস্কৃত নেত্রী পাপিয়ার ছবি যুক্ত করে ওই যুবক তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে পোষ্ট দেন।

এব্যাপারে শিবালয় উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. সেলিম রেজা বাদী হয়ে গত ১৫ মার্চ ওই যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।

Exit mobile version