Site icon Jamuna Television

যে সব জিনিস ছুঁলে সাবান দিয়ে হাত ধুতে হবে

রাজীব ঘোষ :

সারাবিশ্বে আতঙ্ক ছড়িয়েছে করোনাভাইরাস। এই ভাইরাসে প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা। তবে এই রোগের কোনো টিকা বা প্রতিষেধক এখনও আবিষ্কৃত হয়নি।

কোভিড-১৯ থেকে বাঁচতে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে স্বাস্থ্য সচেতনতা। করোনা ঠেকাতে হাত ধোয়ার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে বিশ্বস্বাস্থ্য সংস্থা- ডব্লিউএইচও।

যেসব জায়গায় অনেকের হাত লাগে তা ছুঁলেই সাবান দিয়ে হাত ধুতে হবে বা সেনিটাইজার লাগাতে হবে। যেমন-

১. টাকা পয়সা
২. মোবাইল ফোন
৩. যেকোন দরজার হাতল
৪. শপিং ট্রলির হাতল
৫. ক্রেডিট কার্ড ও কার্ড পাঞ্চের মেশিন
৬. যে কলম আপনার নয়
৭. লিফটের বাটন
৮. অফিসে চা কফি খাবার সরঞ্জাম
৯. বায়োমেট্রিক হাজিরা মেশিন
১০. অনেকে ব্যবহার করে এমন রুমের পর্দা
১১. বাথরুমের ফ্লাশ ও কলের চাবি ও হ্যান্ড শাওযার
১২. কলিং বেল
১৩. অফিসের লাইট ফ্যানের সুইচ
১৪. কমন রুমের টিভির রিমোট কন্ট্রোল
১৫. অফিসের এসির রিমোট কন্ট্রোল
১৬. এটিএম বুথ
১৭. অফিসের যেকোনো কিবোর্ড।

সহকারী অধ্যাপক
রাঙ্গামাটি মেডিকেল কলেজ।

Exit mobile version