Site icon Jamuna Television

করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়ালো

করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়ালো। ১৮০ দেশে আক্রান্ত আড়াই লাখের বেশি মানুষ। সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে ইতালি। প্রাণহানির দিক দিয়ে ভাইরাসের উৎপত্তিস্থল চীনকেও ছাড়িয়ে গেলো ইউরোপের দেশটি।

ইতালিতে একদিনেই মারা গেছেন ৪২৭ জন। সবমিলিয়ে সংখ্যাটি ৩ হাজার ৪০৫। প্রতিবেশী দু’দেশ স্পেন এবং ফ্রান্সেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে প্রাণহানি। ২৪ ঘণ্টায় দেশ দুটিতে মারা গেছেন ৩ শতাধিক। আক্রান্ত প্রায় ১১ হাজার মানুষ।

মধ্যপ্রাচ্যের দেশ ইরানে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে দেড়শ’ জনের। ভাইরাসের বিস্তার রোধে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া লকডাউন করেছে প্রশাসন। এদিকে, করোনা ঠেকাতে, রোববার ভারতজুড়ে ‘জনতা কারফিউ’র ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছুটির দিনটিতে সবাইকে সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত বাড়িতে থাকার আহ্বান জানান তিনি।

Exit mobile version