Site icon Jamuna Television

ফ্লাইট কমেছে ৫০ শতাংশ, বিদেশ ফেরত ৩ জন হাসপাতালে

শরীরে তাপমাত্রা বেশি থাকার কারণে গেল ২৪ ঘণ্টায় বিদেশ ফেরত তিনজনকে কুয়েত-মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালক এ এইচ এম তৌহিদ উল আহসান। আজ সকালে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

তৌহিদ উল আহসান বলেন, ফ্লাইট বাতিলের ক্ষেত্রে সরকারের দেওয়া নির্দেশ পালন করা হবে। দেশে গড়ে সাত হাজার যাত্রী প্রবেশ করছে যার বেশিরভাগই বাংলাদেশি। গত ২৪ ঘণ্টায় আন্তর্জাতিক ফ্লাইট ছিল ২৫টি যা আগের তুলনায় ৫০ শতাংশ কম বলেও জানান তিনি। বিদেশ ফেরতরা সেনাবাহিনীর তত্বাবধানে যাবে কিনা সে বিষয়ে কোনো নির্দেশনা এখনও পাননি বলে জানান, বিমানবন্দরের পরিচালক।

Exit mobile version