Site icon Jamuna Television

ঝুঁকিতে বাংলাদেশ, তবে আতঙ্কিত হওয়ার মতো কিছু হয়নি: কাদের

করোনা পরিস্থিতিতে বাংলাদেশ ঝুঁকির মধ্যে আছে; তবে এতে এখনও আতঙ্কিত হওয়ায়ার মতো কিছু হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শুক্রবার বনানী কবরস্থানে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন তিনি।

এসময় ওবায়দুল কাদের আরো বলেন, সকলের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে করোনাকে পরাজিত করা সম্ভব।

উল্লেখ্য, দেশে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১৭।

Exit mobile version