Site icon Jamuna Television

ঘরেই সুন্নত ও নফল নামাজ আদায়ের অনুরোধ ইসলামিক ফাউন্ডেশনের

করোনা সতর্কতা হিসেবে জুমার নামাজ আদায়ে মুসল্লিদের কিছু পরামর্শ দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। ঘরে বসেই সুন্নত ও নফল নামাজ আদায়ের অনুরোধ জানানো হয়।

এছাড়া যারা হোম কোয়ারেন্টাইনে আছেন কিংবা জ্বর-কাশি বা সর্দিতে আক্রান্ত তাদের মসজিদে যেয়ে জুমার নামা না পড়ার অনুরোধ জানানো হয়। তাদেরকে ঘরে বসেই জোহরের নামাজ পড়ার আহ্বান জানায় ইসলামিক ফাউন্ডেশন। বড় ধরনের জামায়াত থেকে করোনাভাইরাস ছড়ানোর আশঙ্কা থেকেই এ ধরনের পরামর্শ দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। মুসল্লিদের নিজেদের সুরক্ষায় এই সতর্কতা মেনে চলার আহ্বান জানানো হয়।

Exit mobile version