Site icon Jamuna Television

কেশবপুরে যুবককে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার, যশোর
যশোরের কেশবপুরে শরিফুল ইসলাম (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা। শুক্রবার সকালে উপজেলার সাতবাড়িয়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শরিফুল ইসলাম সাতবাড়িয়া গ্রামের ইমদাদুল ইসলামের ছেলে। তিনি মোটরসাইকেলে ফেরি করে বিভিন্ন দোকানে বেকারি মালামাল সরবরাহ করতেন।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু সাঈদ জানান, এলাকাবাসীর মাধ্যমে সংবাদ পেয়ে সকালে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহের গলার নীচে দুটি এবং চোয়ালে আরও দুইটি ধারালো অস্ত্রের আঘাতের দাগ রয়েছে। কি কারণে কারা তাকে হত্যা করেছে তা এখনও জানা যায়নি।

Exit mobile version