Site icon Jamuna Television

ঠাকুরগাঁওয়ে ডিসি পার্ক থেকে শিশুর মৃতদেহ উদ্ধার

ঠাকুরগাঁও সদর পৌর শহরের ফকিরপাড়া সংলগ্ন এলাকায় নবনির্মিত ডিসি পার্কের একটি গর্ত থেকে নুপুর (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে (১১টা) জঙ্গলের গর্তের ভেতর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত নুপুর পঞ্চগড় জেলার হারুনুর রশিদের মেয়ে। হারুনুর রশিদ পেশায় একজন রিকশা চালক। তারা গত দুই মাস থেকে ঠাকুরগাঁও ফকিড়পাড়া এলাকার জনাব আলীর বাসায় ভাড়া রয়েছেন ।

স্থানীয়দের বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার আবু তাহের মোহাম্মদ আব্দুল্লাহ জানান, বৃহস্পতিবার দুপুরে বাসা থেকে খেলতে বের হয়ে নিখোঁজ হয় শিশু নুপুর। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া না গেলে পরিবারের স্বজনেরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে রাতে স্থানীয়রা ডিসি পার্কে খোঁজাখুজি করতে গিয়ে শিশুটির মরদেহ একটি গর্তের ভেতর পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

Exit mobile version