Site icon Jamuna Television

শুধু প্রশাসনের উপর দোষ চাপিয়ে বসে থাকলে চলবেনা: মাশরাফী

শুধু প্রশাসনের উপর দোষ চাপিয়ে বসে থাকলে চলবেনা। নিজেদেরও সচেতন হতে হবে, নিজেরা সচেতন হলেই করোনা প্রতিরোধ করা সম্ভব হবে। নড়াইলে করোনা ভাইরাস বিস্তার রোধে আলোচনা সভায় মাশরাফী বিন মোর্ত্তজা এসব কথা বলেন।
শুক্রবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনা বিষয় প্রতিরোধে সচেতনতা মূলক আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আনজুমান আরা। প্রধান অতিথি ছিলেন নড়াইল-২ আসনের এমপি মাশরাফী বিন মোর্ত্তজা।

এসময় জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম, সিভিলন সার্জন ডাঃ আব্দুল মোমেনসহ, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় জেলা প্রশাসক জানান, করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে নড়াইলে ১০৯ জন হোম কোয়ারেন্টাইনে আছেন।

Exit mobile version