Site icon Jamuna Television

সরকারের সতর্কতায় ঘাটতি ছিলো বলেই করোনা ছড়িয়েছে: মান্না

সরকারের সতর্কতার ঘাটতি ছিল বলেই করোনা ছড়িয়েছে। করোনা মোকাবেলায় রয়েছে সমন্বয়হীনতাও। তাই সব সেক্টরের প্রতিনিধিদের নিয়ে দ্রুত টাস্কফোর্স গঠনের দাবি জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। আজ সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, করোনা মোকাবেলায় সমন্বিত কাজের বিকল্প নেই। গণপরিবহন জীবাণুমুক্ত করার দাবিও জানান তিনি। বলেন, কোন এলাকা লকডাউন করতে হলে সেখানকার প্রান্তিক মানুষের খাবারের দায়িত্ব নিতে হবে সরকারকে। মান্না বলেন, সরকারের উচিত হবে করোনা নিয় সঠিক তথ্য জানিয়ে, সবরকম গুজব বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করা। করোনা মোকাবেলার সঙ্গে ডেঙ্গু নিয়ে যথাযথ পদক্ষেপ নেয়ার আহ্বানও জানান তিনি।

Exit mobile version