Site icon Jamuna Television

করোনাভাইরাস থেকে রক্ষা পেতে জুমার নামাজে বিশেষ মোনাজাত

করোনাভাইরাস থেকে রক্ষা পেতে জুমার নামাজে বিশেষ মোনাজাতে আল্লাহর অনুগ্রহ প্রার্থনা করা হয়েছে। একইসাথে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।

দুপুরের পর থেকেই বায়তুল মোকাররম মসজিদে আসতে শুরু করেন মুসুল্লীরা। নিরাপদ রাখতে মুসুল্লিদের হাতে দেয়া হয় জীবানুনাশক। জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ সব মসজিদে করোনা থেকে পরিত্রাণে দোয়া করা হয়। দোয়ায় আল্লাহর কাছে ক্ষমা চান মুসল্লিরা। এর আগে খুতবায় ভয়াবহ ভাইরাস থেকে মুক্তি পেতে সবাইকে সচেতন থাকার পাশাপাশি বড় জমায়েত এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়। অসুস্থ ব্যক্তিদের মসজিদে না গিয়ে বাসায় নামাজ আদায় করতে বলা হয়।

Exit mobile version