Site icon Jamuna Television

ঢাকা-রাজশাহী বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

রাজশাহী প্রতিনিধি:
করোনাভাইরাস ছড়ানোর আশঙ্কায় ঢাকার সঙ্গে রাজশাহীর সব বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে। এমনটা জানিয়েছেন উত্তরবঙ্গের বাস মালিক ও শ্রমিক নেতারা।

বৃহস্পতিবার বিকেল থেকে ঢাকা ও রাজশাহীর মধ্যে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়। তবে রাজশাহী বিভাগের অভ্যন্তরীণ রুটে সীমিত আকারে বাস চলাচল করবে বলে জানিয়েছেন বাস মালিক ও শ্রমিক নেতারা।

সকালে উত্তরবঙ্গের অনেক যাত্রী রাজধানীর কল্যাণপুর ও গাবতলী বাস কাউন্টারে টিকিট কিনতে যায়। তবে টিকিট না পাওয়ায় বিকল্প উপায়ে তাদের বাড়ি যেতে হচ্ছে বলে জানান যাত্রীরা। পরবর্তী সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে জানায় বাস মালিক সমিতি।

Exit mobile version