Site icon Jamuna Television

দেশে আরও ৩ করোনা আক্রান্ত রোগী শনাক্ত

দেশে আরও ৩ করোনাভাইরাসের আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২০জন। আজ শুক্রবার আইইডিসিআর এর এক সংবাদ সম্মেলনে এই তথ্য দেয়া হয়।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, আজকের আক্রান্ত তিনজনের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ। তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। নতুন আক্রান্তের একজন ইতালি ভ্রমণ করেছেন। বাকি দুইজন বিদেশ থেকে আগত ব্যক্তির সংস্পর্শে আসার কারণে আক্রান্ত হয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে রয়েছে ৪৪ জন। আইসোলেশনে রয়েছে ৩০ জন।

Exit mobile version