Site icon Jamuna Television

করোনার বিরুদ্ধে লড়াইয়ে ক্লান্ত ডাচ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

করোনাভাইরাস নিয়ে নেদারল্যান্ড সরকারের স্বাস্থ্য বিভাগের লড়াইয়ে নেতৃত্ব দিতে দিতে অসুস্থ হয়ে পড়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী বুর্নো ব্রুইনস। এরফলে গত বুধবার সংসদে করোনা পরিস্থিতি নিয়ে বক্তৃতা দেয়ার সময় হঠাৎ করেই অচেতন হয়ে পড়েন তিনি।

এরপরপরই বৃহস্পতিবার পদত্যাগ করেন বুর্নো ব্রুইনস। তবে অসুস্থ হওয়ার পর বর্তমানে কিছুটা সুস্থ আছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। তবে সুস্থ হয়ে উঠায় এখন নতুন করে কাজে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন মন্ত্রী বুর্নো।

তবে এসময় স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করবেন দেশটির উপ-প্রধানমন্ত্রী হুগো দে জঙ্গে।

নেদারল্যান্ডসের ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ বলছে, দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে দুই হাজার ৪৬০ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন অন্তত ৭৬ জন।

Exit mobile version