Site icon Jamuna Television

শ্রীপুরে সুন্নতে খৎনার আয়োজন করে জরিমানা দিলেন ৫০ হাজার টাকা

গাজীপুরের শ্রীপুরে সরকারি নির্দেশ অমান্য করে সুন্নতে খৎনার আয়োজন করায় শরীফুল ইসলাম নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার দুপুর ২টায় ভ্রাম্যমাণ আদালত এ অর্থ আদায় করেন। অভিযুক্ত ব্যক্তি উপজেলার বরমী দক্ষিণপাড়া এলাকার শরীফুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ শামছুল আরেফীন জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আগে থেকেই সচেতনতার জন্য সভা-সমাবেশ, গণজমায়েত বা আচার অনুষ্ঠান নিষিদ্ধ ঘোষণা করা হয়। এর মধ্যে শরীফুল ইসলাম কমপক্ষে ৫০০ মানুষকে আমন্ত্রণ জানিয়ে সুন্নতে খৎনার আয়োজন করেছিলেন।

তিনি বলেন, এ আয়োজনের খবর পেয়ে বৃহস্পতিবার তাকে অনুষ্ঠান করা থেকে বিরত থাকতে বলা হয়েছিল। কিন্তু তিনি তা অমান্য করায় শুক্রবার দুপুরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়।

এছাড়াও ওই আয়োজনে দুজন প্রবাস ফেরত আমন্ত্রিত ছিলেন। মনসুর ও রতন নামে ওই দুজন ব্যক্তি একজন আলজেরিয়া ও একজন সিঙ্গাপুর থেকে গত ফেব্রুয়ারি মাসের শেষ দিকে দেশে ফেরেন। তাদের কোয়ারেন্টাইন পিরিয়ড অতিক্রম হয়ে গেছে। ফলে তাদের ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত কোনো সিদ্ধান্ত দেয়নি।

Exit mobile version