Site icon Jamuna Television

বরিশাল মেডিকেলে ‘করোনা ইউনিটে’ এক ব্যক্তি ভর্তি

বরিশাল ব্যুরো:
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ‘করোনা ইউনিটে’ এক ব্যক্তিকে ভর্তি করা হয়েছে।

আজ শুক্রবার বিকেলে শহিদুল ইসলাম (২৪) নামে ওই ব্যক্তিকে ভর্তি করা হয় বলে জানিয়েছেন হাসপাতালের সহকারী ডা. আব্দুল রাজ্জাক। তিনি জানান, দুপুরে গলা ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হন শহিদুল ইসলাম। ভর্তির পর তাকে ‘নাক-কান-গলা’ বিভাগে পাঠানো হয়।

চিকিৎসকরা তার সমস্যা শোনার পর করোনাভাইরাসে আক্রান্ত হতে পারেন এমন সন্দেহে তাকে করোনা ইউনিটে স্থানান্তর করেছেন।

শহিদুল ইসলামের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ভাষানচর এলাকায়। তিনি রাজধানীতে একটি খাবার হোটেলে কর্মচারী হিসেবে কাজ করতেন। গলা ব্যাথা নিয়ে তিন দিন আগে তিনি গ্রামের বাড়িতে আসেন। গলা ব্যাথা বেড়ে যাওয়ায় স্বজনরা তাকে হাসপাতালে ভর্তি করেন বলে জানান সহকারী পরিচালক।

Exit mobile version