Site icon Jamuna Television

দুর্বৃত্তের ছুরিকাঘাতে খাদ্যমন্ত্রীর কন্যা ডা. কৃষ্ণা রুপা আহত

দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক এবং খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের মেয়ে ডা. কৃষ্ণা রুপা মজুমদার।

শুক্রবার বিকেলে তাকে তিনজন দুর্বৃত্ত ছুরিকাঘাত করে পালিয়ে যান বলে জানা যায়। বর্তমানে তিনি বাসায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার হাতে ব্যান্ডেজ করা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এ প্রসঙ্গে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার যমুনা নিউজকে বলেন, রিকশায় যাওয়ার সময় কিছু ছেলে ব্যাগ টান দেয়ার চেষ্টা করে। তাদের হাতে ছুরি ছিল সম্ভবত। সে চিকিৎসাধীন অবস্থায় আছে। বিষয়টি গুরুতর কিছু নয় বলে মনে হচ্ছে।

Exit mobile version