Site icon Jamuna Television

করোনাভাইরাস: শিবচরে কঠোর পুলিশ

মাদারীপুরের শিবচরের দু’টি ওয়ার্ড আর দুটি ইউনিয়নের বাসিন্দাদের হোম কোয়ারেন্টাইন মেনে চলতে মাইকিং শুরু করেছে প্রশাসন। শুক্রবার রাত থেকেই এই প্রচারণা শুরু হয়।

প্রশাসনের বিধিনিষেধ বাস্তবায়নে মোতায়েন করা হয় অন্তত আড়াইশ’ পুলিশ। এরপরই ওষুধ, কাঁচামাল ও নিত্যপণ্যের দোকান ছাড়া সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। এর আগে বন্ধ করে দেয়া হয় গণপরিবহন চলাচল। এতে জনশূন্য হয়ে পড়ে বাজারগুলো।

পুলিশ জানায়, কেউ হোম কোয়ারেন্টাইন নির্দেশনা অমান্য করলে, কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে। প্রবাসী অধ্যুষিত এলাকা হিসেবে, শিবচর করোনার প্রচণ্ড ঝুঁকিতে আছে।

Exit mobile version