Site icon Jamuna Television

করোনায় যুক্তরাষ্ট্রে দুই ও ইতালিতে এক বাংলাদেশির মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে বাঙালি অধ্যুষিত নিউইয়র্কে দুইজন এবং ইতালিতে এক বাংলাদেশি মৃত্যুর খবর পাওয়া গেছে।

তথ্য বলছে, নিউইয়র্কের দুই জনই পুরুষ। তারা আগ থেকেই নানা রোগে ভুগছিলেন । তাদের মধ্যে এস্টোরিয়া এলাকার বাসিন্দা একজনের বয়স ষাটোর্ধ। বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এছাড়া অপর জন কুইন্স এলাকার বাসিন্দা। নিহতের একজনের স্বজন জানান, সামাজিক নানা প্রতিবন্ধকতার কারণে মৃতের তথ্য প্রকাশ করতে চায় না পরিবার। এছাড়া সরকারের তরফ থেকেই দেয়া হয় না বিস্তারিত তথ্য।

এদিকে, ইতালিতে যে বাংলাদেশি মারা গেছেন তিনি মিলান শহরে বসাবাস করতেন। তার বয়সও ষাটোর্ধ। স্থানীয় সময় শুক্রবার রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

Exit mobile version