Site icon Jamuna Television

মায়ের অসুস্থতার খবরে কোয়ারেন্টাইনের নিয়ম ভেঙেছেন হিগুয়েন

কোয়ারেন্টাইনের মাঝেও ইতালি ছেড়েছেন গঞ্জালো হিগুয়েন। ইতালিতে গৃহবন্দী থাকা হিগুয়েন কোয়ারেন্টাইনের নিয়ম ভেঙ্গেছেন মায়ের অসুস্থতা হওয়ার খবর পেয়ে। অবশ্য এর জন্য তাকে দিতে হয়েছে কোভিড-১৯ এর পরিক্ষা। সে পরীক্ষায় উতরেই পেয়েছেন আর্জেন্টিনা উড়াল দেয়ার সার্টিফিকেট।

প্রথমে ভাড়া করা প্লেনে গেছেন ফ্রান্সে। সেখানে থেকে আবার উড়াল দিয়েছেন স্পেনে। স্পেন থেকে আবার নতুন করে ভাড়া করেছেন বিমান। আর্জেন্টিনা গিয়েও গৃহবন্ধী থাকতে হবে আর্জেন্টাইন স্ট্রাইকারকে। ১২৮ জন আক্রাতের পাশাপাশি তিনজন মারা যাওয়ায় পুরো দেশ লকডাউন করেছে কর্তৃপক্ষ। অবশ্য এই সময়টা মায়ের পাশে থাকতে পারছেন তিনি।

Exit mobile version