Site icon Jamuna Television

স্বাধীনতা দিবসের আয়োজন বাদ দেয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

পর্যাপ্ত মজুদ আছে, করোনার কারণে খাদ্য সংকট হবে এমনটা ভেবে আতঙ্কগ্রস্ত হওয়ার কোন কারণ নেই বলে দেশবাসীকে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ঢাকা-১০ আসনের উপনির্বাচনে ভোট দেয়ার পর তিনি এ আহ্বান জানান।

এসময় তিনি আরো বলেন, করোনাভাইরাসের ব্যাপারে দেশবাসীকে সচেতন থাকতে হবে, তবে আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু নেই। পরিবার, দেশ ও জাতির স্বার্থে প্রবাসীদের কোয়ারেন্টাইনে থাকার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। জনসমাগম এড়াতে ২৬শে মার্চ স্বাধীনতা দিবসের আয়োজন বাদ দেয়ার পরামর্শও দেন শেখ হাসিনা। এসময় প্রধানমন্ত্রী আশা করেন, ঢাকা-১০ আসনে বিজয়ী হবেন নৌকার প্রার্থী।

Exit mobile version