Site icon Jamuna Television

করোনা সতর্কতায় ১০টি দেশ থেকে সবধরনের ফ্লাইট বন্ধ

করোনা সতর্কতার অংশ হিসেবে কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, আরব আমিরাত, তুরস্ক, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ওমান, ভারতসহ এই ১০টি দেশ থেকে সবধরনের ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। আজ মধ্যরাত থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের সব বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইটগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে নিষেধাঙ্গার আওতায় থাকছে না ৪টি এয়ালাইন্সের ফ্লাইট।

সেগুলো হলো চীন, থাইল্যান্ড, যুক্তরাজ্য, হংকং। এ সংক্রান্ত নোটিশ টু এয়ারম্যান (নোটাম) জারি করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। ৩১ মার্চ পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে এ তথ্য জানান বিমান বন্দর পরিচালক তৌহিদ-উল-আহসান।

Exit mobile version