Site icon Jamuna Television

করোনা মহামারির মধ্যেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উ. কোরিয়া

করোনা মহামারির মধ্যেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। স্থানীয় সময় শনিবার এ তথ্য জানায় দক্ষিণ কোরিয়া।

এক বিবৃতিতে সিউলের সেনাবাহিনী জানায়, কোরীয় উপদ্বীপের পূর্ব উপকূলে দুই স্বল্প পাল্লার মিসাইল ছোঁড়ে কিম জং উন প্রশাসন। ধারণা করা হচ্ছে, উত্তর করোরিয়ার পিয়োঙ্গান অঞ্চল থেকে ছোঁড়া হয়েছে মিসাইল দুটি। তবে এতে কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করা হয়।

এর আগে চলতি মাসের শুরুতেও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় দেশটি। কোরীয় উপদ্বীপে পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে দীর্ঘ দিন ধরে সংকট চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পিয়ংইয়ং এর সর্বোচ্চ নেতা কিম জং উনের মধ্যে কয়েক দফা বৈঠক হলেও কোন সুরহা হয়নি।

Exit mobile version