Site icon Jamuna Television

বাংলাদেশসহ ১০টি দেশে করোনার চিকিৎসা সরঞ্জাম দেবে জ্যাক মা ফাউন্ডেশন

করোনা মোকাবেলায় বাংলাদেশসহ ১০টি দেশকে জরুরি মেডিকেল সরঞ্জাম প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে ‘জ্যাক মা ফাউন্ডেশন’।

আজ নিজের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে এক টুইটের মাধ্যমে এ তথ্য দেন জ্যাক মা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আলীবাবার সাবেক পরিচালক জ্যাক মা।

টুইটে তিনি বলেন, এগিয়ে যাও এশিয়া! আমরা আফগানিস্তান, বাংলাদেশ, কম্বোডিয়া, লাওস, মালদ্বীপ, মঙ্গোলিয়া, মায়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কায় জরুরি সরঞ্জাম সরবরাহ করবো। এর মধ্যে রয়েছে- ১৮ লক্ষ মাস্ক, ২ লক্ষ ১০ হাজার টেস্ট কিট, ৩৬ হাজার প্রটেক্টিভ স্যুটসহ ভেন্টিলেটর, এ্যম্পুল ও থার্মোমিটার। তবে এই সরবরাহ দ্রুত করাটা সহজ কাজ নয় তবে আমরা এটি সম্পন্ন করবোই।

Exit mobile version