Site icon Jamuna Television

করোনা সতর্কতায় বাতিল স্বাধীনতার দিবসের সকল অনুষ্ঠান

করোনভাইরাস সংক্রমের আশঙ্কায় এবার সাভারে জাতীয় স্মৃতিসৌধে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সকল অনুষ্ঠান বাতিল করা হয়েছে। একইসাথে বঙ্গবভনের সংবর্ধনা অনুষ্ঠানও বাতিল করা হয়েছে।

আজ শনিবার বিকেলে রাষ্ট্রপতি আবদুল হামিদ এর সাথে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানেই আলোচনা শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়।

সেখানে সিদ্ধান্ত হয়, ২৬ মার্চ ভোরে সাভার জাতীয় স্মৃতি সৌধে ফুল দিয়ে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের শ্রদ্ধা জানানোর আয়োজন বাতিল করা হবে। একই সাথে বঙ্গভবনে নিয়মিত স্বাধীনতার দিবসের অনুষ্ঠানও বাতিল করা হয়েছে। স্থগিত করা হয়েছে স্বাধীনতা পদক বিতরণ অনুষ্ঠান।

এসময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জনগণকে করোনায় আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।

Exit mobile version