Site icon Jamuna Television

চবিতে কোয়ারেন্টাইন না মানায় বিদেশ ফেরতসহ পরিবারের ৬ জন তালাবন্দি

সৌদি ফেরত এক প্রবাসী হোম কোয়ারেন্টাইন না মানায় একই পরিবারের ৬ জনকে তালাবন্দি করে রেখেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।

জানা যায়, পরিবারটির এক সদস্য দুইদিন আগে বিদেশ থেকে ক্যাম্পাসে আসে। কিন্তু ওই প্রবাসী হোম কোয়ারেন্টাইন এর নিয়ম না মেনে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় অবাধে ঘুরে বেড়াচ্ছেন। প্রক্টরিয়াল বডি হোম কোয়ারেন্টাইনে থাকার অনুরোধ করলেও না মানায় পরে তাদের তালাবন্দি করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল ইসলাম জানান, ওই প্রবাসীকে অনুরোধ করার পরও তিনি আমাদের কথা শোনেননি। পরে আমরা সবার নিরাপত্তার বিষয় চিন্তা করে ওই পরিবারের ৬ জনকে তালাবন্দি করে রেখেছি।

Exit mobile version