Site icon Jamuna Television

কোয়ারেন্টাইন না মানায় জরিমানা দিলেন দুবাই ফেরত বিউটি

জয়পুরহাট প্রতিনিধি:
হোম কোয়ারেন্টাইনে না থেকে ঘোরাঘুরি করায় জয়পুরহাট সদর উপজেলার তেঘরবিশা গ্রামের দুবাই ফেরত বিউটি খাতুন নামে এক নারীকে ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রম্যমাণ আদালত।

শনিবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমশিনার (ভূমি) রকিবুল হাসান।

করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে রক্ষার জন্য আজ বিকেলে জয়পুরহাট সদর উপজেলার তেঘরবিশা গ্রামে অভিযান পরিচালনা করে দুবাই ফেরত বিউটি খাতুনকে হোম কোয়ারেন্টাইনে না থাকায় ২০০০/- টাকা জরিমানা করে তা নগদ আদায় করা হয় এবং তাকে আগামী ১৪ দিন বাধ্যতামূলকভাবে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ প্রদান করা হয়।

আদালতের বিচারক রকিবুল হাসান জানান, এ ধরনের অপরাধ যারা করবেন তাদের প্রত্যেককেই জরিমানা করা হবে এবং বাধ্যতামূলক কোয়ারেন্টটাইন নিয়ম মেনে চলতে হবে।

Exit mobile version