Site icon Jamuna Television

১০ দিনের ব্যবধানে চবির পাহাড়ে ৪ বার আগুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি পাহাড়ে আবারও আগুন লাগার ঘটনা ঘটেছে। এ নিয়ে ১০ দিনের ব্যবধানে চবির পাহাড়গুলোতে অন্তত চারবার আগুন লাগার ঘটনা ঘটলো।

জানা যায়, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের ঝর্ণার পাশের পাহাড়ে এই আগুন দেখা যায়। প্রায় ৪ ঘন্টা ধরে আগুন জ্বলতে থাকে। এ সময় অনেক গাছপালা পুড়ে যায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল ইসলাম বলেন, আগুন অনেক উপরে। নিচের দিকে আসলে তখন নিভানোর ব্যবস্থা নেব।

তিনি বলেন, বিভিন্ন কারনে আগুন লাগতে পারে। কিছুদিন আগে সিগারেট থেকে আগুন লাগে। এবারও এমন কিছুই হবে।

এর আগে ১৩ মার্চ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদ ও বিজ্ঞান অনুষদের মধ্যবর্তী পাহাড়ে এই আগুন দেখা যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়া ১১ মার্চ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন বঙ্গবন্ধু হলের পেছনের পাহাড়ে আগুন দেখা যায়।

Exit mobile version