Site icon Jamuna Television

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা

ইরানের ওপর নতুনভাবে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র। দেশটির বিরূদ্ধে পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচি অব্যাহত রাখার অভিযোগ মার্কিন অর্থ মন্ত্রণালয়ের।

বিবৃতিতে বলা হয়, নিষেধাজ্ঞার তালিকায় পড়বে ইরানের পাঁচ প্রতিষ্ঠান।পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরী এবং এর উন্নয়নের সাথে জড়িত ছিলো প্রতিষ্ঠানগুলো। যা, ইরানের সাথে ছয় পরাশক্তির হওয়া পরমাণু চুক্তির শর্ত লঙ্ঘনের শামিল। এরমধ্যে, চারটি শিল্প প্রতিষ্ঠান এবং অপরটি ক্ষেপণাস্ত্র গবেষণার সাথে সম্পৃক্ত। এসব প্রতিষ্ঠান এবং এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পত্তি বাজেয়াপ্ত করার ঘোষণাও দেয়া হয়। অভিযুক্তদের সাথে সব ধরনের লেনদেন বন্ধেরও নির্দেশ দেয়া হয়।

তেহরানের দাবি, চলমান সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র। এই বিবৃতির পরপরই এলো নতুন নিষেধাজ্ঞার ঘোষণা।

Exit mobile version