Site icon Jamuna Television

কাশিমপুর কারাগারে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আসামির মৃত্যু

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি থাকা একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আসামি মিজানুর রহমান মিন্টু রাতে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার বাহারুল ইসলাম জানান, ময়মনসিংহের ১৪৩/এ আরকে মিশন রোড এলাকার বাসিন্দা মৃত ডা. লুৎফর রহমানের ছেলে যুদ্ধাপরাধী মামলার আসামি মিজানুর রহমান শনিবার সন্ধ্যায় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন । তাৎক্ষণিক তাকে কারা হাসপাতালে ভর্তি করা হয় ।অবস্থার অবনতি হলে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

রাত ৮ টা ৩৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি ডায়বেটিক, কিডনি, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে ভুগছিলেন । মিজানুর রহমানের বিরুদ্ধে একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে ২০১৫ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়। পরে তাকে গ্রেফতার করা হয়। মিজানের পরিবারকে তার মৃত্যুর বিষয়টি অবহিত করা হয়েছে বলে জানায় কারা কর্তৃপক্ষ।

Exit mobile version