গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি থাকা একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আসামি মিজানুর রহমান মিন্টু রাতে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার বাহারুল ইসলাম জানান, ময়মনসিংহের ১৪৩/এ আরকে মিশন রোড এলাকার বাসিন্দা মৃত ডা. লুৎফর রহমানের ছেলে যুদ্ধাপরাধী মামলার আসামি মিজানুর রহমান শনিবার সন্ধ্যায় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন । তাৎক্ষণিক তাকে কারা হাসপাতালে ভর্তি করা হয় ।অবস্থার অবনতি হলে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
রাত ৮ টা ৩৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি ডায়বেটিক, কিডনি, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে ভুগছিলেন । মিজানুর রহমানের বিরুদ্ধে একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে ২০১৫ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়। পরে তাকে গ্রেফতার করা হয়। মিজানের পরিবারকে তার মৃত্যুর বিষয়টি অবহিত করা হয়েছে বলে জানায় কারা কর্তৃপক্ষ।

