Site icon Jamuna Television

আজ পবিত্র শবে মেরাজ

পবিত্র লাইলাতুল মেরাজ আজ (রোববার)। আজ দিবাগত রাতে এটি পালিত হবে। আমাদের দেশে লাইলাতুল মেরাজের দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে। সরকারি প্রতিষ্ঠানে এদিন ঐচ্ছিক ছুটি। তবে করোনাভাইরাসের কারণে ইতোমধ্যে রাজধানীসহ সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। করোনা বিস্তাররোধে ওয়াজ মাহফিলসহ সব ধরনের জনসমাগম নিষিদ্ধ করেছে সরকার। পাশাপাশি সর্দি-কাশি ও জ্বর হয়েছে এমন ব্যক্তিদের মসজিদে না যেতে বলা হয়েছে সরকারের পক্ষ থেকে।

আরবি শব্দ ‘লাইলাতুল’ অর্থ রাত, আর ‘মেরাজ’ অর্থ ঊর্ধ্বগমন। মুসলমানদের ধর্ম বিশ্বাস অনুযায়ী, ২৬ রজব দিবাগত রাতে ঊর্ধ্বাকাশে ভ্রমণ করে মহানবী হযরত মুহাম্মদ (সা.) আল্লাহ তায়ালার সাক্ষাৎ লাভ করেছিলেন। লাইলাতুল মেরাজ মুসলমানদের কাছে বিশেষ মর্যাদার। ধর্মপ্রাণ মুসলমানরা নফল ইবাদত বন্দেগির মধ্য দিয়ে এই মূল্যবান রাত কাটান। অনেকে নফল রোজাও রাখেন এ দিন।

Exit mobile version