Site icon Jamuna Television

এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ স্থগিত

আগামী ২৮ মার্চ পর্যন্ত এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ স্থগিত করেছে শিক্ষাবোর্ডগুলো। তবে পরীক্ষা পেছানো হবে কিনা সে বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি তারা। আগামী ১ এপ্রিল থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গতকাল ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্যগুলো জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা পরিস্থিতির কারণে সরকারের পক্ষ থেকে বড় ধরনের লোক সমাগমের আয়োজনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। তাই প্রবেশপত্র বিতরণ স্থগিত করা হয়েছে। পরীক্ষার্থীদের বাসায় থেকে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পরীক্ষা পেছানো সম্ভব হবে কিনা সে বিষয়ে মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।

Exit mobile version