Site icon Jamuna Television

দেশের সব স্থলবন্দর দিয়ে বিদেশি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা

করোনাভাইরাস প্রতিরোধে দেশের সকল স্থলবন্দর দিয়ে বিদেশি নাগরিকদের প্রবেশ নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আজ থেকে নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের অভ্যন্তরে করোনাভাইরাসের সংক্রমণ রোধ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে, এ নিষেধাজ্ঞা জারি করা হলো।

বন্ধ হলো, বেনাপোল, ভোমরা, বাংলাবান্ধা, হিলি, বুড়িমারী, রৌমারী, দর্শনা, নাকুগাঁও, তামাবিল, শেওলা ও আখাউড়া স্থলবন্দর।

Exit mobile version