Site icon Jamuna Television

নাটোর কারাগারে করোনা আক্রান্ত সন্দেহে কয়েদি আইসোলেশনে

স্টাফ রিপোর্টার, নাটোর:

নাটোরে কারাগারে করোনা আক্রান্ত সন্দেহে এক কয়েদিকে হাসপাতালের ‘আইসোলেশন’ বেডে ভর্তি করা হয়েছে। ঐ কয়েদি নাটোর সদর উপজেলার বাসিন্দা।

নাটোরের জেল সুপার আব্দুল বারেক জানান, নাটোর সদর থানার একটি মারামারি মামলায় এই ব্যক্তি কারাগারে এসেছে। গত ৪/৫ দিন আগে জ্বর, সর্দি-কাশি, গলাব্যথা ও মাথাব্যথায় আক্রান্ত হয় সে। সমস্যার কথা জানতে পেরে প্রথমে তাকে কারা চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়। এরপর তাকে কারা হাসপাতালের ‘আইসোলেশন’ বেডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। আজ রোববার ওই ব্যক্তি আরও বেশি অসুস্থ হয়ে পড়ে।

তবে, তিনি করোনা আক্রান্ত কিনা তা জানাতে পারেননি জেল সুপার। তিনি বিষয়টি জেলা প্রশাসক, সিভিল সার্জন, পুলিশ সুপার, সরকারি আইনজীবী ও সংশ্লিষ্ট বিচারককে অবহিত করা হয়েছে।

আপাতত ওই আসামিকে জামিনে মুক্ত করার ও একই সঙ্গে তাকে পুলিশ হেফাজতে ‘হোম কোয়ারেন্টাইনে’ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Exit mobile version