Site icon Jamuna Television

নোয়াখালীতে প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে ডাক্তার নার্সদের চিকিৎসায় অনিহা

নোয়াখালী প্রতিনিধি:
প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম সরবরাহ না থাকায় করোনাভাইরাসের আতঙ্কে নোয়াখালীতে ডাক্তার, নার্সসহ সংশ্লিষ্ট অন্যান্য দায়িত্বরতরা চিকিৎসায় অনিহা প্রকাশ করছে। বিপাকে পড়েছে সাধারণ রোগীরা।

প্রটেকটিভ গাউন, হ্যান্ডগ্লাভস, মাস্ক, ক্যাপ, হ্যান্ড স্যানিটাইজারসহ অন্যান্য সামগ্রীর সংকট সমাধানে বেসরকারী হাসপাতাল মালিক সমিতি জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন জানিয়েছেন।

এছাড়া বেশিরভাগ ডাক্তার প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করে দিয়েছেন জানান বেসরকারী হাসপাতাল মালিক সমিতির সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন আহমেদ মিঠু। তিনি বলেন, নার্সরাও বিনা অজুহাতে ছুটি নিয়ে নিরাপত্তার অভাবে পালিয়ে বেড়াচ্ছেন। আবার কেউ দোষ দিচ্ছেন সরকারকে। একইসাথে পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসকের দারস্থ হয়েছেন হাসপাতাল মালিক সমিতি।

এদিকে জেলা প্রশাসক তন্ময় দাস জানান, সংকটের বিষয়ে প্রধানমন্ত্রীর দফতরসহ উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। স্বল্প সময়ের মধ্যে চিকিৎসা সংশ্লিষ্টদের জন্য পিপিইসহ ব্যক্তিগত নিরাপত্তার জন্য যা দরকার সরবরাহ করা হবে।

Exit mobile version