Site icon Jamuna Television

ফরিদপুরে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের রামখন্ড গ্রামে পানিতে ডুবে দুই বোন মারা গেছে। তারা সম্পর্কে আপন চাচাতো বোন। রোববার বিকেলে এই ঘটনা ঘটে।

নিহতরা হলো, মোঃ মুরাদ মোল্লার মেয়ে মনিরা (১১) ও জাকির মোল্লার মেয়ে খাদিজা (৭)। মনিরা পোরদিয়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণিতে এবং খাদিজা স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে পড়তো।

রামখন্ড গ্রামের স্থানীয় বাসিন্দা মোঃ লিয়াকত আলী মোল্লা (৪০) জানান, বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়েছিল মনিরা আর খাদিজা। লোকজনের আওয়াজ শুনে পরিবারের সদস্যরা পুকুরে গিয়ে অনেক খোঁজাখুঁজি করে ডুবন্ত অবস্থায় তাদের লাশ উদ্ধার করে। দুই বোনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেন খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে উপস্থিত হন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Exit mobile version