Site icon Jamuna Television

অনুশীলনে আঙ্গুলে আঘাত পেয়েছেন সাব্বির

আসন্ন ত্রিদেশীয় সিরিজ এবং শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজের জন্য দিনব্যাপী ঘাম ঝরানো ৩২ জন খেলোড়ারের মধ্যে অন্যতম সাব্বির রহমান। সম্প্রতি মাঠের বাইরের কিছু আচরণের জন্য বিতর্কিত হওয়ার এই খেলোড়ার আঘাত পেয়েছেন আঙ্গুলে। শুক্রবার ফিল্ডিং অনুশীলন করতে গিয়ে বল লেগে হাতের আঙ্গুল ফেটে গেছে সাব্বিরের।

সময়টা মোটেও সহায় হচ্ছে না সাব্বিরের। সদ্য সমাপ্ত বাংলাদেশ ক্রিকেট লিগের শেষ পর্বে দর্শক পেটানোর দায়ে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার পাশাপাশি ৬ মাস নিষিদ্ধ  হয়েছেন ঘরোয়া ক্রিকেট। সাথে নগদ জরিমানা ২০ লাখ টাকা।

 

Exit mobile version