Site icon Jamuna Television

আড্ডা বন্ধে জব্দ টেলিভিশন, ক্যারামবোর্ড; বন্ধ করা হলো ‘করোনা ভোজ’

মেহেরপুর প্রতিনিধি:

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে জনসমাগম ও আড্ডা বন্ধ করতে চায়ের দোকনে থাকা টেলিভিশন ও ক্যারামবোর্ড জব্দ করেছে মেহেরপুরের মুজিবনগর উপজেলা প্রশাসন।

আজ রোববার এক অভিযানে এসব জব্দ করেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উসমান গনি।

এসময়, করোনা থেকে মুক্তির জন্য উপজেলার শিবপুর গ্রামে কয়েকশ গ্রামবাসী একত্রিত হয়ে এক ভোজের আয়োজন করা হলে সেখানে গিয়ে আয়োজন থামিয়ে তাদের জরিমানা করা হয়।

পরে বিভিন্ন দোকানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বেশি দাম রাখার অভিযোগে কয়েকটি দোকানকে জরিমানাও করেন তিনি।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উসমান গনি বলেন, যদি কোন ব্যবসায়ী করোনার সুযোগে কৃত্রিম সংকট তৈরি বা দ্রব্যমূল্য বৃদ্ধি করে তার বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Exit mobile version