Site icon Jamuna Television

ঢাকা-সিলেট রুট বাদে বিমানের অভ্যন্তরীণ সব ফ্লাইট বন্ধ

করোনা সংক্রমণের ঝুঁকি নিরসনে ঢাকা-সিলেট রুট বাদে বিমানের অভ্যন্তরীণ সব ফ্লাইট আগামী ২৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সোমবার রাতে যমুনা নিউজকে এ তথ্য জানান বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মোকাব্বির হোসেন।

জানা গেছে, করোনাভাইরাস আতঙ্কে বিমানের অভ্যন্তরীণ রুটে যাত্রীর সংখ্যা প্রায় অর্ধেকে নেমে এসেছে। সময় গড়ানোর সাথে সাথে সেটি আরও কমে আসতে পারে। যাত্রী পরিবহন কমে যাওয়ায় জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত দুই শতাধিক কোটি টাকারও বেশি আর্থিক ক্ষতির শঙ্কা বিমানের।

এর আগে, করোনা সংক্রমণ ঠেকাতে যুক্তরাজ্য ছাড়া ইউরোপের সকল দেশের সাথে আকাশ যোগাযোগ বন্ধ করেছে বাংলাদেশ। এছাড়াও আন্তর্জাতিক বিভিন্ন রুটে ফ্লাইটের সংখ্যা ব্যাপক হারে কমিয়ে আনা হয়েছে।

Exit mobile version