Site icon Jamuna Television

ছাত্রলীগের কোন্দলে বন্ধ হলো কুমিল্লা মেডিকেল কলেজ

আধিপত্য নিয়ে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষের জেরে কুমিল্লা মেডিকেল কলেজ ১১ জানুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী বেলা ১২ টার মধ্যে হল ছেড়ে গেছে শিক্ষার্থীরা।

সকালে অ্যাকাডেমিক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। কলেজ উপাধাক্ষ্য জানান, এ ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে; সংগ্রহ করা হয়েছে হলের সিসি ক্যামেরার ফুটেজ। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে নেয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। বৃহস্পতিবার গভীর রাতে শেখ রাসেল ছাত্রবাসের আধিপত্য নিয়ে ছাত্রলীগ নেতা হান্নান ও হাবিবুরের সমর্থকদের সংঘর্ষে আহত হয় অন্তত ১০ জন। তাদের মধ্যে গুরুতর আহত তৌফিক ও ইরফানুলকে ঢাকায় আনা হয়েছে।

এ নিয়ে গত ছয় মাসে তিনবার সংঘর্ষের ঘটনা ঘটলো কুমিল্লা মেডিকেল কলেজে।

Exit mobile version