Site icon Jamuna Television

রাজধানীর খিলগাওয়ে নারীর মরদেহ উদ্ধার

রাজধানীর খিলগাওয়ে আঠাশ বছর বয়সী আমেনা নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সন্ধ্যায় তিলপাপাড়া এলাকার বহুতল ভবনের ছয়তলা থেকে মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

স্বজন ও পুলিশ জানায়, ছয় মাস আগে মালয়েশিয়া থেকে দেশে আসেন ওই নারী। তিন মাস আগে স্বামী কালামের সাথে ডিভোর্স হয়। এরপরই নয় বছর বসয়ী সন্তান নয়নকে নিয়ে একাই ঢাকায় থাকতেন তিনি।

গত ২৮ ফেব্রুয়ারি দুই রুমের এই বাসা ভাড়া নেন আমেনা। দুপুরে এই বাসা থেকে এক ব্যক্তিকে তাড়াহুড়া করে নামতে দেখে তার ছেলে নয়ন। পরে উপরে যেয়ে তার মায়ের মরদেহ দেখে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

পুলিশের ধারণা, শ্বাস রোধে তাকে হত্যা করা হতে পারে। তবে, অজ্ঞাত ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবদ করলে হত্যাকান্ডের প্রকৃত সত্য জানা যাবে বলে জানায় পুলিশ।

Exit mobile version