Site icon Jamuna Television

করোনা মোকাবেলায় সৌদিতে ২১ দিনের কারফিউ

সৌদি আরবে করোনাভাইরাস মোকাবেলায় আজ থেকে ২১ দিনের জন্য সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত কার্যকর হচ্ছে কারফিউ। স্থানীয় সময় রোববার, বাদশাহ সালমান এ বিষয়ক নির্দেশনা দেন।

কারফিউ চলাকালে নিজ সুরক্ষায় নাগরিকদের বাড়িতে অবস্থানের আদেশ দেয়া হয়েছে। সীমিত করা হয়েছে চলাচলও। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় কারফিউর বিষয়টি দেখাশোনা করবে।

অবশ্য, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি খাতের কর্মরতরা এই কারফিউ’র আওতামুক্ত। এছাড়া, নিরাপত্তা বাহিনীর সদস্য, চিকিৎসক ও গণমাধ্যমকর্মীরাও কড়াকড়ির মধ্যে পড়বেন না।

দেশটিতে এখন পর্যন্ত ৫১১ জনের শরীরে মিলেছে করোনাভাইরাসের উপস্থিতি। গেলো ২৪ ঘণ্টায় ১১৯ জন শনাক্ত হয়েছেন ভাইরাসটিতে; তবে নেই প্রাণহানি। বিস্তার ঠেকানোর জন্যেই কঠোর সিদ্ধান্ত গ্রহণ করলেন বাদশাহ।

Exit mobile version