Site icon Jamuna Television

এনজিওর কিস্তি বন্ধ, রেস্তোরায় বসে খাবার নিষিদ্ধসহ নাটোর প্রশাসনের বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ

নাটোর প্রতিনিধি:

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বিদেশিদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা, চা-স্টল ও রেস্তোরায় বসে খাবার গ্রহণ বন্ধ, সাপ্তাহিক হাট বন্ধ করাসহ বেশ কিছু জরুরী সিদ্ধান্ত গ্রহণ করেছে নাটোর জেলা প্রশাসন।

রোববার বিকেলে জেলা প্রশাসকের কনফারেন্স রুমে করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধ ও করণীয় বিষয়ে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভায় এই সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়।

সভায় গৃহীত সিদ্ধান্তগুলো হলো:-

১. বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টিনে থাকা যে কোনো মূল্যে নিশ্চিত করতে হবে।
২. চা- স্টল,রেস্তোরা সমূহে বসে খাবার গ্রহণ করা যাবে না। পার্সেল আকারে ক্রয়-বিক্রয় করা যাবে।
৩. কোনো হোটেল, চায়ের দোকান বা অন্য কোনো দোকানে টিভি/ক্যারাম বোর্ড রাখা যাবে না।
৪. সাপ্তাহিক বড় হাটসমূহ আগামী ১ সপ্তাহের জন্য বন্ধ থাকবে। তবে সেখানে প্রতিদিন প্রয়োজনীয় পণ্য ও দ্রব্যাদি ক্রয়-বিক্রয় করা যাবে।
৫. স্ব-স্ব বিভাগ নিজেদের প্রয়োজনে পার্সোনাল প্রটেক্টিভ ইক্যুইপমেন্ট এর ব্যবস্থা করার জন্য সিদ্ধান্ত গ্রহন করা হয়।
৬. জেলা ও উপজেলা সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে সার্বক্ষণিক অবস্থা করে প্রশাসনকে সহায়তা করবেন।
৭. ক্ষুদ্র ব্যবসায়ীদের আবেদন বিবেচনা ও গণজমায়েত এড়ানোর স্বার্থে জেলায় এনজিও কর্তৃপক্ষ সমূহকে তাদের লোনের কিস্তি সাময়িক সময়ের জন্য বন্ধ রাখতে অনুরোধ জানানো হলো।
৮. জনসাধারণকে বিনা প্রয়োজনে যত্রতত্র ঘরের বাইরে ঘোরাফেরা না করার জন্য অনুরোধ করা হলো।

জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার লিটন কুমার সাহা, সিভিল সার্জন ডা.কাজী মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল ইসলাম, পৌর মেয়র উমা চৌধুরী জলি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান সহ কমিটির অন্যান্য সদস্যরা।

Exit mobile version