Site icon Jamuna Television

করোনার জন্য বিনামূল্যে ওষুধ হস্তান্তর করলো ফার্মাসিউটিকাল অ্যাসোসিয়েশন

করোনায় কাজ করতে পারে এমন দুটি ওষুধ, ঔষুধ প্রশাসন অধিদপ্তরকে বিনামূল্যে হস্তান্তর করেছে ফার্মাসিউটিকাল অ্যাসোসিয়েশন।

আজ সোমবার সকালে ওষুধ প্রশাসন অধিদপ্তরে ওষুধ শিল্প সমিতির মাধ্যমে ডেল্টা ফার্মা লিমিটেড তিন লাখ হাইড্রক্সি ক্লোরোকুইন এবং ১ লাখ ৮২ হাজার এজিথ্রোমাইসিন ট্যাবলেট হস্তান্তর করেছে।

এসময় অধিদফতরের মহাপরিচালক বলেন, করোনায় আক্রান্ত রোগীরা যেন সরকারি হাসপাতাল থেকে ওষুধ নিতে পারে সে ব্যবস্থার ওপর জোর দেয়া হচ্ছে।

এসময়, অসাধু মজুদদাররা যেন পরিস্থিতির অপব্যাবহার করতে না পারে সেজন্য ঔষধ কোম্পানিগুলোকে অধিদপ্তরে ওষুধ দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

Exit mobile version