Site icon Jamuna Television

রংপুরে চব্বিশ ঘণ্টায় কোয়ারেন্টাইনে ৬২৭ জন

রংপুর প্রতিনিধি:

রংপুরের আট জেলায় গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টাইনে গেছেন বিদেশ ফেরত আরও ৬২৭ জন। এ নিয়ে এই বিভাগে মোট হোম কোয়ারেন্টাইনে থাকছেন ১ হাজার ৬০৮ জন।

সোমবার সকালে রংপুর স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ও করোনা বিষয়ক ফোকাল পারসন জেড এম সিদ্দিকী জানিয়েছেন, আজ সকাল ৬টা পর্যন্ত এই বিভাগের ৮ জেলায় মোট ১ হাজার ৮৮০ জন হোম কোয়ারেন্টাইন এ ছিলেন। এর মধ্যে ছাড়পত্র দেয়া হয়েছে ২৭২ জনকে। এখন হোম কোয়ারেন্টাইন আছেন ১ হাজার ৬০৮ জন।

যারা কোয়ারেন্টাইনে আছেন তাদের মধ্যে রংপুরে ৩৩০, পঞ্চগড়ে ৫৯০, নীলফামারীতে ২০৪, লালমনিরহাটে ১০৮, কুড়িগ্রামে ২৩৫, ঠাকুরগাওয়ে ২৫৮, দিনাজপুরে ১৭০ এবং গাইবান্ধায় ২২৮ জন রয়েছেন।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টাইনে এ গেছেন ৬২৭ জন। এদিকে একই সময়ে ছাড়পত্র দেয়া হয়েছে ২৭২ জনকে।

Exit mobile version