Site icon Jamuna Television

তথ্য গোপনের কিছু নেই, বাস্তবতাও অস্বীকার করার কিছু নেই: ওবায়দুল কাদের

দেশে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে তথ্য গোপনের কিছু নেই সেইসাথে বাস্তবতাও অস্বীকার করার কিছু নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ সোমবার দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে এমন তথ্য জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, কিছু কিছু কৌশলগত বিষয় আছে যেটা চায়নাকেও অবলম্বন করতে হয়েছে। যুদ্ধ জয়ের স্বার্থে কৌশল হিসেবে গোপন করাটাও প্রয়োজন হতে পারে কিন্তু বাস্তবতাকে এড়িয়ে কিছু করা যাবেনা।

ওবায়দুল কাদের বলেন, করোনা সংক্রমণ রোধে লকডাউনের বিষয়ে মাথা গরম করে সিদ্ধান্ত নেয়া যাবে না। যে সিদ্ধান্ত নেয়া হবে তা প্রধানমন্ত্রীই নিবেন।

ব্রিফিং-এ করোনা সংক্রমণ প্রতিরোধের পাশাপাশি খাদ্য সংকট সৃষ্টি ও গুজবের বিরুদ্ধে অবস্থান নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

Exit mobile version