Site icon Jamuna Television

স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে কুমার সাঙ্গাকারা

করোনা সতর্কতায় এবার স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে গেলেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা। বাড়তি সতর্কতা হিসেবে তিনি নিজেই হোম কোয়ারেন্টাইনে আছেন।

বর্তমানে কলম্বোর নিজ বাড়িতে দুইদনি যাবৎ স্বেচ্ছা বন্দী হয়ে আছেন সাঙ্গাকারা। তবে তার শরীরে করোনাভাইরাসের কোন উপসর্গ নেই বলেন তিনি।

সাঙ্গাকারা জানান, শুধুমাত্র সরকারের নির্দেশনা মেনে চলতেই এমন পদক্ষেপ নিয়েছেন তিনি। এক সপ্তাহ আগে লন্ডন থেকে ফেরার পরে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। লঙ্কান সরকারের নির্দেশনা ১ থেকে ১৫ মার্চের মধ্যে যারা দেশে ফিরেছে, তাদের থাকতে হবে হোম কোয়ারেন্টাইনে।

Exit mobile version